Tunes

[NB : The language of the following blog is Bengali]                                                     


"দক্ষিণের জানালায়..."

গানের কথাঃ শামীম হাসনাইন
সুরঃ অন্ত

দক্ষিণের জানালায়
তোমারেই দেখা যায়
চেয়ে থাকি আমি শুধু
বসে দূর নিরালায়...

নীড়হারা পাখি হয়ে ছুটবো না আমি আর
সারাক্ষণ বসে রবো তোমারই আঙ্গিনায়...।

আমি... রোদ ঝড় বৃষ্টিতে
এঁকে যাবো অপলক
জীবনের ছবি ছক...
তুমি শুধু এসে বসো দক্ষিণের জানালায়
কথা হবে দু'জনাতে চোখেরই ইশারায়...

আমি... রঙধনু এঁকে দেবো
আকাশের নীলিমায়
মনেরই গালিচায়...
তুমি শুধু এসে বসো দক্ষিণের জানালায়
কথা হবে দু'জনাতে চোখেরই ইশারায়...

দক্ষিণের জানালায়
তোমারেই দেখা যায়
চেয়ে থাকি আমি শুধু
বসে দূর নিরালায়...

নীড়হারা পাখি হয়ে ছুটবো না আমি আর
সারাক্ষণ বসে রবো তোমারই আঙ্গিনায়...।

(গানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)



"নিঃশব্দ হৃদয়"

গানের কথাঃ ফারজানা হালিম নির্জন 
সুরঃ অন্ত

স্বপ্নের কারখানা থেমে নেই
থেমে নেই জীবনের গতি
আমার হৃদয় আজ নিঃশব্দ
তবু কোলাহলেই জেগে থাকি।।  

ব্যস্ত শহর আর ভালো লাগে না, তবুও সেই পথেই ছুটি
চেনা মানুষের ভিড়ে আজ কেন, অচেনা মানুষ খুঁজি
ইচ্ছে করে ব্যস্ত সময়টাকে
আঁকড়ে ধরে রাখি
আমার হৃদয় আজ নিঃশব্দ
তবু কোলাহলেই জেগে থাকি।।   


স্মৃতিরা এসে উঁকি দেয় মনে, উঁকি দেয় শৈশব
ভাবি,জীবনের সুখের দিনগুলো, ফেলে এসেছি সব
ভাবি, শুধু হারিয়ে যাবো ভুলে গিয়ে সব জটিলতা
নতুন করে স্বপ্ন বুনি, হঠাৎ নিরবতা  
জীবন থেকে পালিয়ে কি আর বোলো
বেঁচে থাকা যায় নাকি

আমার হৃদয় আজ নিঃশব্দ
তবু কোলাহলেই জেগে থাকি।।